মাইক্রোসফট এবং আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে নতুন এক চুক্তি সই হয়েছে। বিখ্যাত আইটি প্রতিষ্ঠান মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার সভাপতি জেমি হারপারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৩ ফেব্রুয়ারি (বুধবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী (আইসিটি) মোস্তফা ফারুক মোহাম্মদের সঙ্গে আগারগাঁওস্থ শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় অবস্থিত আইসিটি মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় আইসিটিমন্ত্রী বাংলাদেশে দ্রুত প্রসার তথ্যপ্রযুক্তি খাতের অর্জনের কথা তুলে ধরে এ খাতকে আরও এগিয়ে নিতে মাইক্রোসফটের সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন। মাইক্রোসফট প্রতিনিধি দল এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মাইক্রোসফট প্রতিনিধিরা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য দেশের জন্য খ্যাতি, গৌরব ও সমৃদ্ধি নিয়ে এসেছে। এ অর্জনে বাংলাদেশের প্রতি মাইক্রোসফট সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় মাইক্রোসফট বাংলাদেশের পাবলিক সেক্টর লিড আহসান শরিফ, পাবলিক সেক্টরের অ্যাকাইন্ট ম্যানেজার শামীম উদ্দিন আহমেদ এবং সিওও পুবুদু বসনায়েকে উপস্থিত ছিলেন।
এ চুক্তি সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের প্রতিনিধি বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংক, শিক্ষা এবং আইসিটি মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী মহলের সঙ্গে মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার সভাপতি জেমি হারপার সাক্ষাৎ করেন। তিনি বলেন, দেশের আর্থসামাজিক খাতের মাধ্যমে দেশের আইসিটিতে মাইক্রোসফট ভবিষ্যতে প্রকল্পভিত্তিক কাজে সরকারকে সহযোগিতা করবে।
বাংলাদেশ সময় ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩