ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জুলাইয়ের আগেই ‘উইকিপ্যাড গেমিং ট্যাবলেট’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
জুলাইয়ের আগেই ‘উইকিপ্যাড গেমিং ট্যাবলেট’

জুলাইয়ের আগেই বিপণিকেন্দ্রগুলোর গেমিং পণ্যের তাকে উঠছে ‘উইকিপ্যাড গেমিং ট্যাবলেট’। এ খবরটি প্রযুক্তিভিত্তিক গেম ভুবনের অজস্র গেমারদের কাছে পৌছলে প্রথমত তুচ্ছভাবেই দেখবে তারা।

কারণ গেমারদের বহুল প্রত্যাশার আলোচনার কেন্দ্রে ছিল পণ্যটি অবশেষে নিরাশ হয়ে ফিরেছে তারা। সেইসব গেমপ্রেমীদের কাছে এবারে খবর এসেছে নির্মাতা সুত্র হতেই। মূল্যের বিষয়টিও নিশ্চিত করে দেওয়া হয়েছে ২৫০ ডলার।

গেমিং ট্যাবলেটের প্রকাশিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে আইপিএস প্রযুক্তির ৭ ইঞ্চি পর্দা সাথে যথোপযুক্ত গেম কন্ট্রোলার, টেগরা থ্রি জিপিইউ যেটি অ্যান্ড্রুয়েডে ব্যাপক পরিসরের গেম সমর্থনের ক্ষমতাসম্পন্ন।

আছে ১৬ জিবি মেমোরি তাছাড়া মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। গেমগুলো পরিচালনায় থাকছে এনভিডিয়া টেগরা ৩ কুয়াড-কোর মোবাইল প্রসেসর। ক্লাউড গেমিং সুবিধা থাকছে এমন প্রতিশ্রুতিও এসেছে নির্মাতা সুত্র হতে । এছাড়া সফটওয়্যারের অন্যতম বৈশিষ্ট্য অ্যান্ড্রুয়েড ৪.১ জেলি বিন। যা ইতিমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে কনসোলের ক্ষেত্রে এর ব্যবহার কতটা কার্যকর।

ফলে নির্মাতা অত্যন্ত আশাবাদী পণ্যটি গেমারদের দৃষ্টি আকর্ষণ করবে। অন্যান্য সুবিধায় থাকছে গুগল প্লে স্টোরের হাজারোধিক মজার গেম। এবাদেও কিছু অনন্য কনটেন্ট যেমন টেগরাজোন, প্লেস্টেশন মোবাইল, অনলাইভ, বিগ ফিস গেমস এবং আরো অনেক কিছু পাওয়া যাবে।

অন্যদিকে গেম উপভোগের পাশাপাশি দৈনিন্দন জীবনের ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে মিডিয়া সম্পর্কিত নানা ধরণের চাহিদা পুরণ করবে এটি।

যদিও আপাতদৃষ্টিতে গেম নকশা বিভাগে পিএস ভিটার নেতৃত্ব এখনো অনড়। তবুও অ্যান্ড্রুয়েড ইকোসিস্টেমর অবদানে কনসোলে ইতিমধ্যে ম্যাক্স মেইন, ড্রেড ট্রিগার এবং জিটিএ ভাইস সিটির মত টাইটেলের অসংখ্য গেম ইতিমধ্যে আন্দোলিত করেছে।

বাংলাদেশ সময়: ঘন্টা, ফেব্রুয়ারি ১৭ , ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।