স্মার্টফোনের মধ্যে অন্যতম একটি ‘আইফোন’ আর এ পণ্যের কমদামি সংস্করণ আনছে অ্যাপল তাই বিশ্বের স্মার্টফোন কৌতুহলীদের নজর এদিকটাই বেশি। যদিও অ্যাপলের পক্ষ থেকে এ পর্যন্ত দাম সম্পর্কে কোনো আস্থামূলক তথ্য আসেনি।
জাপানিস ব্লগ ম্যাকোটাকারা পণ্যটির অন্যান্য দিক তুলে ধরে জানান গ্লাস এবং অ্যালুমিনিয়ামের বদলে এর খাপে পলিকার্বোনেটের ব্যবহার করছে অ্যাপল। যে উপাদানটি প্রতিষ্ঠানের প্রবেশ-স্তরের ফ্ল্যাগশীপ পণ্য ম্যাকবুকে ব্যবহার হয়েছে বর্তমানে যার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এটি এমন একটি উপাদান যা আলোর ঝলকানি ছড়ায়। এছাড়া অধিক পুরু এবং আইফোন ৫ এর তুলনায় সুলভ পণ্যে থাকবে দৃঢ়াঙ্গ।
প্রতিষ্ঠানের সাম্প্রতিক ফ্ল্যাগশীপ স্মার্টফোন লক্ষ্য করে আইফোন ৫এস সম্পর্কেও বলা হয় ব্লগটিতে। এর বিবরণ অনুযায়ী এতে ডুয়্যাল-লেড ফ্ল্যাস উপভোগ্য হবে। আরও বলা হয় আইফোন উন্নয়নে ৪.৫ ইঞ্চি টাচস্ক্রিনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে অ্যাপল। পণ্যটি প্রকাশের সময় হিসেবে নির্ধারণ হয়েছে ২০১৪ ।
আগের সব প্রতিবেদনে জানানো হয়েছিল আইফোন ৫ এর নতুন পণ্য প্রকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি যাতে স্ন্যাপিয়ার প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১৩ এমপি ক্যামেরা এবং আরো শক্তিশালী লেড ফ্ল্যাশের মতো নতুন কিছু ফিচার থাকবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘন্টা, মার্চ ০৪, ২০১৩