উইন্ডোজ ঘরানার লুমিয়া স্মার্টফোন নিয়েই সন্তুষ্ট থাকছে নকিয়া। ফলে মাইক্রোসফট-নকিয়া জুটি নব্য ধারণা থেকে এখনই সরে আসছে না।
স্যামসাং এবং অ্যানড্রইড জনপ্রিয়তার তোড়ে অনেকটা ভাটাতেই চলে যায় নকিয়ার সুনাম। স্মার্টফোন সবই সম্ভব হচ্ছে। কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট কাজ করা যাচ্ছে না। এ সীমাবদ্ধতাকে পুরোপুরি কাটিয়ে উঠতে দীঘমেয়াদি পরিকল্পনা নিয়েই কাজ করছে নকিয়া-মাইক্রোসফট জুটি।
এরই মধ্যে এ বছরের প্রথম ত্রৈমাসিকে লুমিয়া স্মার্টফোন ভোক্তার সন্তুষ্টি অর্জনে বেশ সফল। সফলতার শীর্ষ চূড়া থেকে ছিটকে পড়ার থেকে ঘুরে দাঁড়াতে নকিয়া এখন মরিয়া। আর তাই নতুন কিছু করার চ্যালেঞ্জ নিয়েই হচ্ছে। এ জন্যই উইন্ডোজ সুবিধার ফোন নিয়েই মাঠে ফেরার কথা জানান দিয়েছে নকিয়া। সঙ্গী তাদের লুমিয়া সিরিজ।
এ ছাড়াও স্মার্টফোনে ইকোসিস্টেম আবহ তৈরিতে লুমিয়ার ওপর অনায়াশেই ভরসা করা যায়। আর তাতে স্মার্টফোনে ভোক্তাদের সীমাবদ্ধতাও কেটে যাবে। এসব কথা নকিয়া সিইও স্টিফেল ইলোপই জানালেন।
স্যামসাং আর অ্যানড্রইড এ দু প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করতে নকিয়ার পূঁজি এখন লুমিয়া। আর তাতে ভরসার ফিরেছে মাইক্রোসফট-নকিয়া জুটির। এখন অপেক্ষা বছরের বাকি সময়টুকুতে কতটা ভোক্তাপ্রিয়তা আর কাটতি ঘরে তোলা যায়।
বাংলাদেশ সময় ১৮৫২ ঘণ্টা, মে ৭. ২০১৩