ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিক্রয় ডটকম ও কার হাটের সমঝোতা চুক্তি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ২৯, ২০১৩
বিক্রয় ডটকম ও কার হাটের সমঝোতা চুক্তি

এ মুহূর্তে দেশের সাড়া জাগানো ক্লাসিফাইড ওয়েবসাইট হিসেবে বিক্রয় ডটকমের পরিচিতি বাড়ছে। এ সুবাদে ঢাকায় সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির একটি অভিনব উদ্যোগে কার হাটের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে বিক্রিয় ডটকম।



এ চুক্তি সই অনুষ্ঠানে বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং বাবাক টিগনাভার্ড এবং কার হাটের সিইও শামীম আহসান সুমন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তি সই করেন।

এ চুক্তির আওতায় প্রতি সপ্তাহের শুক্রবারে আয়োজিত প্রদর্শনীর পর সব গাড়ি বিক্রির অ্যাড শনিবারে ছবিসহ পোস্ট করা হবে বিক্রয় ডটকমের সাইটে।

এ উদ্যোগের ফলে বিক্রয় ডটকমের ব্যবহারকারীরা কার হাটে প্রদর্শিত সব গাড়ি এবং সেগুলোর দাম যাচাই-বাছাই করার সুযোগ পাবেন। কার হাট বিক্রয়ের ব্যবহারকারীদের বিস্তৃত পরিধির কাছে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পৌঁছে দিয়ে আরো সহজেই গাড়ি বিক্রি করতে সক্ষম হবেন।

বাংলাদেশ সময় ১৭২৯ ঘণ্টা, মে ২৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।