আলোচ্য বছরেই স্মার্টফোন নিয়ে বিশ্ব উন্মাদনায় মাঠে নামছে গুগল। তবে গুগল সরাসরি হ্যান্ডসেট তৈরি করছে না।
এ উদ্যোগের ধারাবাহিকতায় স্মার্টফোন এলজি গুগল নেক্সাস ৪ আর এলজি অপটিমাস জি আগেই বাজিমাত করেছে। এখন অপেক্ষা তাই জুলাই মাসে আসন্ন ‘অপটিমাস জি প্রো’ মডেল নিয়ে।
এ মডেলের বৈশিষ্ট্য ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, পর্দার রেজ্যুলেশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে ৪০০ পিক্সেল ডিসপ্লে নিশ্চিত হবে। আছে ১৬ জিবি মেমোরি। আর স্টোরেজ বাড়াতে আছে মাইক্রোএসডি সøট।
এ ছাড়াও গতি আর মাল্টিটাস্কিং নিশ্চিতে আছে ২ জিবি (জঅগ), কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ কোয়াডকোরের ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ব্যাটারি ক্ষমতায় আছে ৩১৪০ এমএএইচ ব্যাটারি। এ ব্যাটারি চার্জ হবে তারহীন পদ্ধতিতে। একে ‘কিউআই’ স্ট্যান্ডার্ড বলে।
বাংলাদেশ সময় ১৯০৯ ঘণ্টা, জুন ১, ২০১৩