ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি অধিদপ্তরের আত্মপ্রকাশ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জুন ৯, ২০১৩
আইসিটি অধিদপ্তরের আত্মপ্রকাশ

অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বহুল প্রতীক্ষিত আইসিটি অধিদপ্তর বাস্তবে রূপ পেয়েছে।

এ প্রসঙ্গে আইসিটি সচিব নজরুল ইসলাম খান জানান, গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

জানা গেছে, শুরতে অধিদপ্তরের জনবলের সংখ্যা ৬৯২ জন।

এর মধ্যে মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, সিস্টেম ম্যানেজারসহ সদর দপ্তরে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৭৬ জন। জেলা পর্যায়ে প্রোগ্রামার, মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারসহ ১৯২ জন এবং উপজেলা পর্যায়ে সহাকারী প্রোগ্রামার ও সহকারী মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারসহ ৪২৪ জন।

৯ জুন রোববার সচিব কমিটির সভায় এ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময় ২২২৬ ঘণ্টা, জুন ৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।