‘গুগল ট্রান্সলেটর’ সার্চ জায়ান্টের অনলাইন অনুবাদ সেবা। নতুন করে আরও ৫ টি ভাষা যোগ হয়েছে সেবাটিতে।
অবশ্য হিন্দি ভাষা যা গুগল শুরুর দিক থেকেই রেখেছে। ভাষাগত দিক থেকে মারাঠী আর হিন্দি অনেকটা একরকম। এছাড়া ভারতীয়দের বিভিন্ন ভাষার মধ্যে ইতিমধ্যে বাংলা, গুজরাটি, তামিল, কন্নড, তেলুগু, উর্দূর মত ভাষা সমর্থন করছে গুগল ট্রান্সলেটর। সেবাটির নতুন সংস্করণের ওয়েব পেজে অথবা মোবাইল এবং ট্যাবলেটে অ্যাপস ব্যবহার করে মারাঠীর অনুবাদ সংক্রান্ত কাজ করা যাবে।
উল্লেখ্য, ভাষান্তর সমর্থন করে যেহেতু তাই ব্যবহারকারীরা চাইলে উচ্চারণগতভাবে ইংলিশের অনুরুপ করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মারাঠী ভাষায় রুপান্তর হবে। কিন্তু বর্তমানে ভাষার শোনার ফাঙ্কশনটি পাচ্ছেনা মরাঠী ভাষাভাষীরা।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জুন ১২, ২০১৩