গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার আয়োজনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকইউ কম্পিউটার ক্লাব ও বিডিটেকসোসিয়্যালের সহযোগিতায় গুগল আইও মিটআপ এবং অ্যানড্রইড ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় অ্যানড্রইড অ্যাপলিকেশনের বিভিন্ন বিষয় সম্পর্কে বর্ণনা করেন কাজ সফটওয়্যারের শাহাবউদ্দিন।
এদিকে বিডিটেকসোসিয়ালের ফায়াজ তাহের বিশ্বে মোবাইল ডেভপলমেন্টের ধারণা দেন শিক্ষার্থীদের। শেষে গুগল আইও নিয়ে সেশন নেন আরিফ নিজামী এবং মুক্তাদির হোসেন। আইও হচ্ছে গুগলের বৃহত্তম ডেভলপার সম্মেলন।
প্রতিবছর গুগল এ সম্মেলনে বিভিন্ন নতুন প্রযুক্তি বা ফিচার নিয়ে আসে। অনুষ্ঠানে গুগল কর্মকর্তাদের জিডিজি ঢাকার জন্য দেওয়া বার্তা প্রচার করা হয়।
এ ছাড়া সবার জন্য গুগলের বিভিন্ন স্টিকার সামগ্রি দেওয়া হয়। ডেভেলপার বা কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের (facebook.com/GDGDhaka) এ সাইটে গিয়ে ভবিষ্যতের সুযোগগুলো জানা যাবে। সঙ্গে ক্যারিয়ারের বিভিন্ন সমস্যার সমাধানও পাওয়া যাবে।
বাংলাদেশ সময় ১৬৩৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর