ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়া বিক্রি হচ্ছে, কিনছে হুয়াওয়ে!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
নকিয়া বিক্রি হচ্ছে, কিনছে হুয়াওয়ে!

বিক্রি হচ্ছে নকিয়া। আর ক্রেতা চীনের বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে।

এ নিয়ে গুঞ্জন চলছে অনেক দিনে ধরেই। তবে আন্তর্জাতিক এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে নড়েচড়ে বসে এ দুই শীর্ষ নির্মাতা।

তবে এ দুই বিখাত নির্মাতার শীর্ষ কর্তাদের কণ্ঠে সুস্পষ্ট কোনো আভাস পাওয়া যায়নি। কেউই এ বিষয়ে মন্তব্য করতে নারাজ। এদিকে হুয়াওয়ের সহ-সভাপতি বিল প্লামমার অবশ্য গণমাধ্যমের মুখোমুখি না হলেও অভ্যন্তরীণভাবে এর সত্যতা নেই বলে জানিয়েছেন।

অন্যদিকে হুয়াওয়ের কনজিউমার বিজনেসের মুখপাত্র রিচার্ড ইউ বলেন, এ ধরনের বিষয়ে আগে থেকে মন্তব্য করা কঠিন। কিন্তু ব্যবসার সুসম্প্রসারণে এ ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা অব্যাহত থাকে। আর এক্ষেত্রে শুধু হুয়াওয়ের আগ্রহই যথেষ্ট নয়। নকিয়ারও সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ।

নকিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি। তবে এ খবরে নিউ ইয়র্ক পূঁজিবাজারে নকিয়ার শেয়ারমূল্য হুট করেই ১৭ সেন্ট বেড়ে গেছে। ফলে এ খবরে নকিয়ারই তাৎক্ষণিক লাভ হয়েছে বেশি।

বাংলাদেশ সময় ২০২৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।