বিশ্বে আইসিটির ব্যবহার ও অবাধ তথ্য প্রবাহ দারিদ্র্য দূরীকরণ ও জনগণের ক্ষমতায়নের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এ গণমাধ্যম ব্যবহার করে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।
দেশের বিশ্ববিদ্যালয়গুলো হতে পারে মানবসম্পদ তৈরির প্রশিক্ষণ ক্ষেত্র। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি প্রশিক্ষণ উপযোগী অবকাঠামো তৈরি করতে হবে। এ লক্ষ্যেই কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে ‘আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
এ কর্মশালার উদ্বোধন করেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। এ ছাড়াও ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি। কর্মশালার বিশদ বিষয়াবলী ওপর বক্তৃতা করেন সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এএনএম শফিকুল ইসলাম।
এ বিশেষ কর্মশালায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিস (বেসিস), বাককো (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং) এবং (বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পক্ষ থেকে কোর্স আউটলাইন উপস্থাপন করা হয়। এ ছাড়াও কর্মশালায় ব্যক্তি ও গ্রুপ পর্যায়ে কার্যক্রমের ওপর একাধিক সেশন পরিচালনা করা হয়।
সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. আখতার হোসেন খান। এ কর্মশালায় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগের প্রধান ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময় ২১৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/আরআইএস