ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ারটেলে থ্রিজি সেবা চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৩
এয়ারটেলে থ্রিজি সেবা চালু

ঢাকা: থ্রিজি সেবা চালু করলো এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। বুধবার ভিডিও কল করে এয়ারটেলের কর্পোরেট অফিসে টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন থ্রিজি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

     
 
বৃহস্পতিবারের মধ্যে বনানী ও গুলশান-২ এলাকা থ্রিজি সেবার আওতায় আসবে বলে জানিয়েছেন এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টোবিট। এলাকার বাসিন্দারা ইন্টারনেট চালু করলে থ্রিজি সেবা পাবেন।    

চলতি অক্টোবর মাসে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকা, নভেম্বরের মধ্যে সিলেটের কিছু এলাকা, ডিসেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাকি এলাকাগুলো, আগামী বছরের জানুয়ারির মধ্যে সব বিভাগীয় শহর এবং ২০১৪ সালের মধ্যে সারাদেশে থ্রিজি সেবা পৌঁছে দেবে এয়ারটেল।    

এই সেবা দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরো বেগবান করবে এবং ভিশন ২০২১ বাস্তবায়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাহারা খাতুন।

তিনি বলেন, এই প্রযুক্তির মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিশ্বে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে।    
Airtel-bg1
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুস সাত্তার, টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টোবিট উপস্থিত ছিলেন।    

এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টোবিট বলেন, থ্রিজি সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য অবারিত এক দুয়ার খুলে যাবে। ভিডিও কলিং, দ্রুত ডাটা ডাউনলোডিংসহ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে।  

এয়ারটেলের প্রধান নির্বাহী বলেন, থ্রিজি পাওয়ার এয়ারটেলের অতিরিক্ত দায়িত্ব তৈরি করেছে। গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণে আমরা সব সময়ই সচেষ্ট। গত ৮ সেপ্টেম্বর এয়ারটেল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত নিলামে ৫ মেগাহার্টজ স্পেকট্রাম (তরঙ্গ) লাভ করে। এয়ারটেল ছাড়াও গ্রামীণফোন, রবি ও বাংলালিংক থ্রিজি সেবা চালুর লাইসেন্স পেয়েছে। এর মধ্যে গ্রামীণফোন ও রবি থ্রিজি সেবা চালু করেছে। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক আগেই পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা চালু করেছে।

২০১০ সালে টুজি সেবায় দেশব্যাপী এয়ারটেলের কভারেজ এরিয়া ছিল ২৫ শতাংশ। আর বর্তমানে এই কভারেজ এরিয়া ৮০ শতাংশে পৌঁছেছে। এই সময়কালে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এয়ারটেল। থ্রিজি সেবায় যতোটা প্রয়োজন ততোটাই বিনিয়োগ করা হবে বলেও এয়ারটেল সূত্রে জানা গেছে।    

বাংলাদেশ সময়: ১১৩০ ঘন্টা, অক্টোবর ০২, ২০১৩ /আপডেট ১১৩০ ঘণ্টা 
আইএইচ/এএসআর/আরকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।