ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের থ্রিজি এবার খুলনায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৩
গ্রামীণফোনের থ্রিজি এবার খুলনায়

খুলনা: ঢাকা, সিলেট ও চট্টগ্রামের পর এবার গ্রামীণ ফোনের থ্রিজি নেটওয়ার্ক কাভারেজের আওতায় এলো খুলনা মহানগরী।

গ্রামীণ ফোন খুলনার আঞ্চলিক কার্যালয়ে শনিবার বিকেল ৫টায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে কেক কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।



সিটি মেয়র গ্রামীণফোন প্রথম খুলনায় থ্রিজি চালু করায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, মংলা, বেনাপোল ও ভোমরা বন্দরসহ ব্যবসা-বাণিজ্যকেন্দ্রিক এলাকা এবং প্রশাসনিক এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে দ্রুত এ সার্ভিস ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি কাজি আমিনুল হক, ৠাব-৬ খুলনার পরিচালক লে. কর্নেল এনামুল আরিফ সুমনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে গ্রামীণ ফোনের কর্মকর্তা সিয়ামুল ইসলাম জানান, প্রাথমিকভাবে খুলনার চানমারি, রূপসাঘাট, টুটপাড়া, লঞ্চঘাট, খানজাহান আলী, সোনাডাঙ্গা, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা সদর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ফারাজীপাড়া, কেডিএ নিউমার্কেট, শিববাড়ী, ময়লাপোতা, বয়রা, গল্লামারি, বৈকালী, খালিশপুর, নতুন রাস্তা মোড়, ফুলবাড়িগেট, শিরোমনি ওচালনা ফেরিঘাট থ্রিজির আওতায় এসেছে।

আগামী বছরের মার্চ মাস নাগাদ দেশের ৬৪টি জেলায় এ নেটওয়ার্কের বিস্তার ঘটানো হবে।

প্রসঙ্গত, দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সাড়ে ৪ কোটি। প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।