ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্ন্যাপচ্যাট হালনাগাদ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
স্ন্যাপচ্যাট হালনাগাদ

ফটো শেয়ারিং অ্যাপ ‘স্ন্যাপচ্যাট’ সম্প্রতি মারাত্মকভাবে হ্যাকারদের আক্রমণের স্বীকার হলে ৪৬ লাখ স্ন্যাপচ্যাটারের ব্যক্তিগত-তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর স্ন্যাপচ্যাট এক প্রকাশ্য বিবৃতিতে অবিলম্বে অ্যাপটি সংশোধনের প্রতিশ্রুতি দেয়।

দূর্বল দিকগুলো সঠিকভাবে চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা জোরালো করার বিষয় উল্লেখ করা হয় বিবৃতিতে।

বর্তমানে স্ন্যাপচ্যাট ব্যবহারকারী তার বন্ধু বা নিকটস্থদের অধিক সংখ্যক ফোন নাম্বার জমা রাখতে পারে অ্যাড্রেস বুকে। ফ্রেন্ডস ফিচারের মাধ্যমে বন্ধু বা পছন্দের ব্যক্তিদের অনুসরণের পর নিজেদের সাথে সংযুক্ত করা যায়। এছাড়া অন্য কারা স্ন্যাপচ্যাট ব্যবহার করছে তা জানার সুযোগ পায় ব্যবহারকারীরা। তবে অ্যাপটির অপ্রয়োজনীয় বিষয় সমর্থন করাকে সমালোচকরা আক্রমণের কারণ হিসেবে দেখছে।

নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান গিবসন সিকিউরিটি’র দাবি গত বছরেই এর নাজুক দিকগুলো উদঘাটন হয়। হ্যাকের আগেও স্ন্যাপচ্যাটকে তারা সতর্ক করে দিয়েছিল যে ব্যবহারকারীদের কেউ এখনও আশঙ্কামুক্ত নয়।

উল্লেখ্য, প্রতিটি নাম্বারের শেষ দুটি ডিজিট বাদে বাকিসব অনলাইনে তুলে ধরার পাশাপাশি হ্যাকার দলটি বলে স্ন্যাপচ্যাটকে চাপের মুখে ফেলতে কাজটি করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী স্ন্যাপচ্যাট বেশ জনপ্রিয়। এতে পাঠানো ডাটা সংরক্ষণের ১০ সেকেন্ড পর স্বয়ং মুছে যায়। এ মাধ্যমে প্রতিদিন ১৫০ মিলিয়ন ছবি বিনিময় হয়।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।