ঢাকা: কম দামি হ্যান্ডসেটের উপর ভর করে চলতি বছরে মুনাফায় ফেরার আশা করছে তাইওয়ান ভিত্তিক মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচটিসি।
অ্যাপল ও স্যামসাংয়ের আধিপত্যের পাশাপাশি কম দামি চীনা হ্যান্ডসেটের কারণে বিশ্ববাজারে আশানুরুপ হ্যন্ডসেট বিক্রি না হওয়ায় গত ২৭ মাসে মুনাফা করতে পারেনি এইচটিসি।
সোমবার এইচটিসি জানায়, জানুয়ারিতে কোম্পানির হ্যান্ডসেট বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৮ শতাংশ বা ৩১ কোটি টাকার কিছু বেশি।
এ বিষয়ে চিয়ালিং চ্যাং নামে এইচিটিসি’র অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা সোমবার বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের বলেন, কম দামি হ্যান্ডসেটের বিক্রি বেড়ে যাওয়ায় ২০১৪ সালে এইচটিসি’র সার্বিক মুনাফা বৃদ্ধি পাবে।
দুই বছর আগে বিশ্বে প্রতি দশটি হ্যান্ডসেট চালানের মধ্যে একটি ছিল এইচটিসি হ্যান্ডসেট।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪