ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নাগরিক ঐক্য’র ওয়েবসাইটের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
নাগরিক ঐক্য’র ওয়েবসাইটের যাত্রা শুরু

ঢাকা: নাগরিক সংগঠন ‘নাগরিক ঐক্য’র ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে ‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক ঐক্যের ওয়েবসাইটের উদ্বোধন করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা।

ওয়েবসাইটের ঠিকানা-www.nagorikoikko.org।

 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য‘র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।  

 

অনুষ্ঠানে মান্না বলেন, ওয়েবসাইটে নাগরিক ঐক্য’র সব বিষয় জানা যাবে। এই সাইটে জাতীয় বিষয়েও মতামত দিতে পারবেন যে কেউ।

 

নাগরিক ঐক্যর আহ্বায়ক জানান, ওয়েবসাইটটি আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে সাংস্কৃতিক-রাজনৈতিক-আদর্শিক লড়াইয়ের হাতিয়ার হিসেবে কাজ করবে। এর মাধ্যমেই ধাপে ধাপে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলে জনগণের মুক্তির লড়াইকে এগিয়ে নেওয়া হবে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সুজন সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান, অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই নেত্রীর ক্ষমতা দখলের যে প্রতিযোগিতা চলছে তাতে গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। গণতন্ত্র মানে সবার সমান অধিকার। সবাই তাদের সঠিক মতামত তুলে ধরতে পারবেন। কিন্তু বর্তমানে তা সম্ভব হচ্ছে না রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে।  

 

বক্তারা বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনে প্রচলিত রাজনীতির বিকল্পশক্তি গড়ে তোলার প্রচেষ্টায় জনমত সৃষ্টি ও ঐক্যবদ্ধ হতে ওয়েবসাইট ব্যবহার সহায়ক ভূমিকা পালন করবে। দুঃশাসনের বিরুদ্ধ সুশাসনের আন্দোলন বেগবান করার একটা হাতিয়ার হিসেবে নাগরিক ঐক্য’র ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে।

 

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।