ঢাকা: জিমেইল ব্যবহার আরও নিরাপদ করতে ব্যবহারকারীদের বার্তাকে ‘এনক্রিপশন’ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
নতুন এ পদ্ধতিতে এক মেইল থেকে অন্য মেইলে তথ্য পাঠানো হলে কেবল প্রেরক আর গ্রাহক ছাড়া অন্য কেউ এটি পড়তে বা বুঝতে পারবে না।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মেইলবার্তায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র গোপন নজরদারি চালানোর তথ্য ফাঁস হওয়ার প্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে এই টুইটার বার্তায় জিমেইল’র ইঞ্জিনিয়ারিং সিকিউরিটি চিফ নিকোলাস লিজোবরস্কি বলেন, এখন থেকে ব্যবহারকারী ব্যক্তিগত কোনো বিষয় তৃতীয় কোনো ব্যক্তি পড়তে বা বুঝতে পারবে না। যদি কেউ পাবলিক ওয়াইফাই বা অন্য কারও কম্পিউটারও ব্যবহার করেন তাতেও তথ্য চুরির সম্ভাবনা থাকবে না।
গুগলের এ সিদ্ধান্তের পর ইয়াহু, মাইক্রোসফট এবং ফেসবুক নতুন এ পদ্ধতি অনুসরণের কথা জানিয়েছে।
এ বিষয়ে প্রযুক্তি বিশ্লেষকরা বলেন, এনক্রিপশন ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তাকে তৃতীয় কোনো ব্যক্তির হাতে যাওয়া থেকে রক্ষা করবে।
গুগলের এমন সিদ্ধান্তে সন্তোষও প্রকাশ করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪