স্মার্টওয়াচের বর্তমান বাজার সন্তোষজনক সেটি প্রমাণ করেছে পেবল। ঘোষণায় পেবল জানিয়েছে, গত বছরে তাদের পরিধেয় পণ্যের বিক্রি ৪ লাখ।
বিশাল এ অর্জনের কথা প্রকাশের সাথে দিতীয় প্রজন্মের স্মার্টওয়াচের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তাই তীব্র প্রতিযোগিতার দিকটি প্রতীয়মান বলছে আলোচকরা।
ম্যাশাবলকে দেওয়া এক সাক্ষাতকারে প্যাবল সিইও এরিক মিগিকভস্কাই বলেন, ৬ বছর আগে যখন এ প্রযুক্তি নিয়ে কাজ শরু করি তখন এ সেক্টরে প্রতিযোগি ছিল কয়েকজন। এছাড়া পণ্যটিকে ঘিরে ব্যাপক অনাস্থা দেখা যায়।
এ বিভাগে সার্চ জায়ান্টের আসা নিয়ে এক প্রশ্নে এরিক বলেন, বিষয়টি উত্তেজনাপূর্ণ কারণ স্মার্টওয়াচের বাজার অতি দ্রুত বাড়ছে। তাই ব্যবহারকারীদের সবচেয়ে ভাল অভিজ্ঞতা দিতে সবাই নজর রাখছে। ভার্সন ২.০’তে হাজারের বেশি অ্যাপস সমৃদ্ধ নিজস্ব অ্যাপ স্টোর সুবিধা দিয়েছে পেবল।
এছাড়া পেবলের একচেটিয়া এগিয়ে যাওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে গুগলের স্মার্টফোনের বাজারমুখী হওয়াকে। কিন্তু অনেকেরই অনুমান পেবল অ্যান্ড্রয়েড ওয়ারে যাবে নাকি নিজ স্থানে বসেই সার্চ জায়ান্টের সাথে লড়বে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪