ঢাকা: অন্যান্য বছরের মতো এবারও দেশের অন্যতম সেরা মোবাইল অপারেটর বাংলালিংক বাংলা নতুন বছরের বৈশাখ উৎসব আয়োজনে সহযোগিতা করছে। এবার পহেলা বৈশাখ ১৪২১ উপলক্ষে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া ও ময়মনসিংহে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম
এবার ১৩ ও ১৪ এপ্রিল দু’দিনব্যাপী বাংলা নববর্ষবরণ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ডিসি হিলে। বাংলালিংকের সহযোগিতায় মেলার আয়োজন করেছে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’। মেলায় চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় সঙ্গীত, নাটক ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
এবারসহ বাংলালিংক টানা ৭ম বারের মতো ডিসি হিলের উৎসবে পৃষ্ঠপোষকতা করছে।
খুলনা
খুলনায় ‘নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের’ আয়োজনে ১৪, ১৫ ও ১৬ এপ্রিল তিনদিনব্যাপী বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শহীদ হাদিস পার্কে। আয়োজনের মধ্যে রয়েছে দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, শিশু চিত্রাঙ্কন, বাউল সঙ্গীত, লোকজ সঙ্গীত ও নৃত্য, লাঠি খেলা, হাডুডু, পান্তা খাওয়া পর্ব ইত্যাদি। খুলনায় টানা ৫মবারের মতো বাংলালিংক বৈশাখী উৎসবের পৃষ্ঠপোষকতা করছে।
বগুড়া
বগুড়ায় ‘দিনবদলের মঞ্চ’র আয়োজনে ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে চিত্র প্রদর্শনী, বাউল গান, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, পান্তা-ইলিশ উৎসব, ভাওয়াইয়া সঙ্গীতসহ বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। বাংলালিংক টানা ৭মবারের মতো বগুড়ায় বর্ষবরণের পৃষ্ঠপোষকতা করছে।
সিলেট
এবার সিলেটের সুবিদ বাজারের ব্লু বার্ড স্কুলে বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান ‘শ্রুতি সিলেট’ নামক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হবে। এবছর আয়োজনের মধ্যে রয়েছে শতকণ্ঠে বর্ষবরণ, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, আবৃত্তি, বাউল গান ইত্যাদি।
ময়মনসিংহ
আগামী ১৩, ১৪ ও ১৫ এপ্রিল তিনদিনব্যাপী ‘ময়মনিসংহ সেবা নিকেতনের’ আয়োজনে টাউন হল (মুক্তমঞ্চ) শহীদ মিনারে বর্ষবরণের উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজনের মধ্যে রয়েছে দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, বাউল গান ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলালিংক চতুর্থবারের মতো সিলেটে এই উৎসবে পৃষ্ঠপোষকতা করছে।
পহেলা বৈশাখে বাংলালিংকের সহযোগিকা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, বাংলালিংক দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা করে কর্পোরেট অঙ্গনে নিজেরদের অবস্থান পাকাপোক্ত করতে চায়।
তিনি আরও বলেন, বাঙালির জীবনে বাংলা নববর্ষ সবচেয়ে বড় উৎসব। এ জন্য আমরা আরও একটি বছর বৈশাখী আনন্দ-উৎসবে পৃষ্ঠপোষকতা করতে পেরে গর্বিত।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪