ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইমাজিন কাপে মাইক্রোসফটের সহযোগী গ্রামীণফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
ইমাজিন কাপে মাইক্রোসফটের সহযোগী গ্রামীণফোন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোনের সহযোগিতায় আয়োজিত ইমাজিন কাপ-২০১৪ এর জাতীয় চূড়ান্ত পর্ব আগামী ২৬ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

রোববার মাইক্রোসফট বাংলাদেশের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের প্রধান প্রযুক্তিগত প্রতিযোগিতা ইমাজিন কাপ সকলের জন্য উম্মুক্ত এবং সবাইকে এই প্রতিযোগিতা উপভোগের জন্য আমন্ত্রণ জানানো হয়।

সংবাদ সম্মেলনে মাইক্রোসফট এর পুবুদু বাসনায়েকে ও গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস সৈয়দ তাহমীদ আজিজুল হক উপস্থিত ছিলেন।

মাইক্রোসফট ১৯০টি দেশে ইমাজিন কাপ আয়োজন করছে, যাতে ১.৬৫ মিলিয়ন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাংলাদেশে এই নিয়ে চতুর্থবারের মতো ইমাজিন কাপ আয়োজন করছে মাইক্রোসফট। যদি সারা বিশ্বে এখন পর্যন্ত ১১টি বার হয়েছে। ২০১১ সালে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় “পিপলস চয়েস” পুরস্কার পায়। এ বছর প্রতিযোগির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ সম্মেলনে নিচের জাতীয় ফাইনালিস্ট দলগুলো উপস্থিত ছিল।

পুবুদু বাসনায়েকে বলেন,  ইমাজিন কাপের মাধ্যমে তারা শিক্ষার্থীদের অ্যাপ তৈরি করতে সাহায্য করছেন যা বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতা করছে। তিনি বলেন, "ইমাজিন কাপের মতো প্রতিযোগিতা স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের প্রতিভা তুলে ধরতে এবং অভিজ্ঞতা অর্জনের অতুলনীয় সুযোগ করে দিয়েছে। এই প্রতিযোগিতা দিন দিন বড় হচ্ছে। এবছর গ্রামীণফোনের সহযোগিতায় অন্যতম সেরা স্থানীয় প্রতিযোগিতা আয়োজন করতে পেরেছি এবং এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। "

তিনি বলেন, যে বিগত কয়েক মাসে মাইক্রোসফট এর সহযোগিতায় স্থানীয় ডেভেলপারগণ উইন্ডোজ এবং উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মের জন্য ৫০০ টি স্থানীয় অ্যাপ তৈরি করেছে, যা এদেশের প্রতি তাদের প্রতিশ্রুতিবদ্ধতার বহিঃপ্রকাশ। এবছর ইমাজিন কাপে রেজিস্ট্রি করা ১১০০ প্রতিযোগী তাদের ২৫০টি দলের মাধ্যমে শত শত অ্যাপ তৈরি করে জমা দিয়েছে। এরপর গত ১২-১২ এপ্রিলে মাইক্রোসফটের অফিসে অনুষ্ঠিত সিলেকশন রাউন্ডে অংশ নিতে ৪২টি দলকে নির্বাচন করা হয়। এখন টিকে আছে নয়টি দল যারা তিনটি বিভাগ ওয়ার্ল্ড সিটিজেনশিপ, গেমস এবং ইনোভেশন অফ দি ন্যাশনাল ফাইনালস এ প্রতিযোগিতা করছে। তিনটি বিজয়ী দল আঞ্চলিক সেমিফাইনালগুলোতে অনলাইনে অংশ নেবে। সেখানে বিজয়ী হলে তারা সিয়াটলে মাইক্রোসফটের প্রাণকেন্দ্রে বৈশ্বিক ফাইনালে অংশ নেবে।

গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস সৈয়দ তাহমীদ আজিজুল হক তার প্রতিষ্ঠানের “ইন্টারনেট ফর অল” কর্মসূচির বর্ণনা দেন এবং কিভাবে ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় সমাজগুলো উপকৃত হতে পারে তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৪ এর সহযোগী হতে পেরে আমরা সন্তুষ্ট।
 
"ইন্টারনেট ফর অল" উদ্যোগের মাধ্যমে সকল বাংলাদেশির জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে গ্রামীণফোন লক্ষ্য স্থির করেছে। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সবার জন্য শিক্ষনীয় কনটেন্ট, সংবাদ, তথ্য এবং জ্ঞান অর্জনের সমান সুযোগ সৃষ্টি করা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।