জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম শ্রেণীর ‘বাংলা, ইংরেজী ও গণিত বই এবং পাঠক্রম অনুসরণ করে প্রস্তুতকৃত বিজয় প্রাথমিক শিক্ষা-১ প্রকাশিত হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজী ও গণিতের সকল পাঠ্য-বিষয় পাবে সফটওয়্যারটিতে।
এর আগে নার্সারী ও কেজি শিক্ষার্থীদের জন্য বিজয় শিশু শিক্ষা-১ এবং বিজয় শিশু শিক্ষা- ২ প্রকাশিত হয়। এটি বিজয় ডিজিটালের তৃতীয় প্রকাশ।
উল্লেখ্য, প্রথম শ্রেনীর শিক্ষার্থীরা বাংলায় “ আমার পরিচয়, আমি ও আমার সহপাঠী, আমরা কী কী কাজ করি, আকাঁআকিঁ, স্বরবর্ণ শিখি, ব্যঞ্জনবর্ণ শিখি, ছবি দেখি ও কথায় লিখি, কার চিহ্ন, ছড়ায় ছড়ায় সংখ্যা, বাংলা বর্ণমালা, শব্দ বলার খেলা” বিষয়গুলো পাবে। ছড়ার মধ্যে- আতা গাছে তোতা পাখী, ইতল বিতল, বাকবাকুম পায়রা, হনহন পনপন, মামার বাড়ি, ভোর হলো, ছুটি এবং গল্পের মধ্যে কাক ও কলসি, শুভ ও দাদিমা, রুবির বাগান, মায়ের ভালোবাসা, পিপড়ে ও ঘুঘু, আমাদের দেশ, মুক্তিযোদ্ধাদের কথা রয়েছে।
গণিতে “সংখ্যা প্রতীক, সংখ্যার সাথে মিল করে ছবি রং করি, যোগ, বিয়োগ, সংখ্যার তুলনা, সংখ্যা কথায় লিখা,
ক্রমবাচক সংখ্যা, বৈদেশিক মুদ্রা ও নোট, জ্যামিতিক আকৃতি, সমস্যা সমাধান” এছাড়া ইংরেজী অংশে রয়েছে Poem, Alphabet Song, Lines and Shapes, Commands, In the classroom,
In the house and outside the house, Revision।
রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি , ইস্টার্ন প্লাসের বিসিএস ল্যাপটপ বাজারে পাওয়া যাবে সফটওয়্যারটির। খুচরা মূল্য ২০০ টাকা। বিস্তারিত জানতে: “০১৭১১৯৫১৭০৫”।
বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪