ঢাকা: গুগল প্লাসে নেতৃত্ব দেওয়া ভারতীয় অন্যতম শীর্ষ নির্বাহী ভিক গুনদোত্রা আর প্রতিষ্ঠানটিতে থাকছেন না। ৮ বছর পর তিনি প্রতিষ্ঠানটি ছাড়ছেন।
এতে তিনি উল্লেখ করেছেন, আমি আজ ৮ বছর পর গুগল থেকে চলে যাচ্ছি। এরপরে কী হবে তা আমাকে উদ্বিগ্ন করলেও তা নিয়ে আজ কথা বলার কিছু নেই। আজ আগের ৮ বছর উদযাপনের দিন।
গুনদোত্রা ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির একজন অ্যালামনাই। ২০০৭ সালে তিনি গুগলে যোগ দেন। এর আগে মাইক্রোসফটের নির্বাহী কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন গুগল ইনকর্পোরেটেড এ প্রকৌশলী।
এদিকে গুনদোত্রার নতুন প্রজেক্টের জন্য শুভ কামনা করে বিবৃতি দিয়েছেন গুগল সিইও লারি পেজ। তার কাজের প্রশংসাও করেছেন তিনি।
উল্লেখ্য, গুগল প্লাস হচ্ছে ইন্টারনেটের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত গুগলের সামাজিক যোগাযোগের নতুন একটি ওয়েবসাইট।
বিাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪