ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট হ্যাকড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, এপ্রিল ২৬, ২০১৪
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট হ্যাকড

ঢাকা: সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েব সাইট (http://www.cabinet.gov.bd) হ্যাক করা হয়েছে।

শনিবার বিকেলে সরকারের স্পর্শকাতর সাইটিটি হ্যাকড করার ঘটনা ঘটে।



ওয়েবসাইটটিতে প্রবেশ করার চেষ্টা করা হলে লেখা উঠছে  ‘হ্যাকড বাই ব্ল্যাক ড্রাগন’। এবং কালো ব্রাকগ্রাউন্ডে ভারতের জাতীয় পতাকা দেখা যাচ্ছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বাংলানিউজকে বলেন, ‘বিষয়টি আমি দেখছি। ’

শনিবার সকালেই ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের অংশগ্রহণে ২ দিনব্যাপী সম্মেলন শুরুর প্রথমদিন ওয়েবসাইটটি হ্যাক করার ঘটনা ঘটলো।

রূপসী বাংলা হোটেলে আয়োজিত এ বৈঠকে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ