ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বাড়ী বসে বড়লোক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি যশোরে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
‘বাড়ী বসে বড়লোক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি যশোরে ছবি : ফাইল ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং টিএমএসএস‘র উদ্যোগে ‘বাড়ি বসে বড়লোক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে যশোরে। এ প্রশিক্ষণের আওতায় অংশগ্রহণকারীদের দুইদিনের প্রাথমিক এবং পাঁচদিনের স্কিল প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে আজ কর্মশালার শেষ দিন।



গত ২৪ এপ্রিল টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন। স্কাইপির মাধ্যমে তিনি যশোরের ঝিকরগাছা, মনিরামপুর এবং অভয়নগর উপজেলার প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা-প্রশাসক মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক-টিএমএসএস অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং টিএমএসএস‘র পরিচালক ও প্রকল্প  প্রধান নিগার সুলতানা।

উল্লেখ্য, এ প্রকল্পের উদ্দেশ্য প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে উপার্জনের সুযোগ সৃষ্টি করা। বর্তমান সরকারের ২০২১ ভিশন বাস্তবায়নের লক্ষ্যে টিএমএসএস প্রতিটি পরিবারের অন্ত্যত এক জনের কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে ‘‘দক্ষতা বাড়ান স্বাবলম্বী হোন’’এই শ্লোগান সামনে রেখে এ প্রকল্প গ্রহন করে। সেই অনুযায়ী দেশব্যাপী প্রতিটি জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণ শেষে ল্যাপটপ, কম্পিউটার ক্রয়ে  টিএমএসএস’র  সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ পায় প্রশিক্ষণার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।