প্রযুক্তিপ্রেমীদের যাত্রাকে আরো উপভোগ্য করে তোলে ডি-লিংক’র পকেট রাউটার ‘ডিআইআর-৫০৬এল’। পণ্যটি এখন দেশের বাজারেই পাওয়া যাচ্ছে।
স্থানীয় প্রযুক্তিপণ্যের পরিবেশক কম্পিউটার সোর্সের আনা বিশেষ এ রাউটারে রয়েছে ইন্টারনেট, ফাইল শেয়ার সুবিধাসহ নয়টি প্রয়োজনীয় সুবিধা। ফোরজি নেটওয়ার্ক সমর্থিত কম্প্যাক্ট ডিজাইনের এ রাউটারের মাধ্যমে মোবাইল-বান্ধব শেয়ারপোর্ট অ্যাপ ব্যবহারে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে মুভি, ছবি, ফাইল, ডকুমেন্ট শেয়ার করা যায়।
অন্যান্য বৈশিষ্ট্যে আছে ১০/১০০ ইথারনেট পোর্ট যা ওয়াই-ফাই হটস্পট কিংবা ডব্লিউ ল্যান সংযোগের ক্ষেত্রে অটো-সুইট ল্যান পোর্ট হিসেবে কাজ করে। এছাড়া সর্বশেষ শেয়ার পয়েন্ট প্রযুক্তি সমর্থন, শেয়ার করা তথ্যের নিরাপত্তা নিশ্চিতে এসপিআই ফায়ার ওয়াল, ইউএসবি চার্জিং পোর্ট সুবিধা রয়েছে। ব্যাটারি ক্ষমতা ১৭০০ মিলি অ্যাম্পিয়ার। এটি হার্ডডিক্স স্টোরেজ, রিপিটার, ওয়্যারলেস রাউটার, হটস্পট হিসেবেও ব্যবহার করা যায়। এছাড়া পণ্য চার্জ দেয়া, স্মার্ট টিভিতে সংযোগে ভিডিও দেখা এবং গেমিং কনসোলও সমর্থন করে ডিআইআর-৫০৬ এল।
দাম ৫ হাজার টাকা। বিস্তারিত জানতে “০১৯৩৯৯১৯৫৮৯” নম্বরে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪