প্রশিক্ষণ দিয়ে আউটসোর্সিং কাজে নারীদের যোগ্যতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র মধ্যে ‘বাড়ি বসে বড় লোক কর্মসূচি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে চুক্তি সাক্ষরিত হয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর উপস্থিতিতে সমঝোতা চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, যুগ্মসচিব সুশান্ত কুমার সাহা, শ্যামা প্রসাদ বেপারী, টিএসএস’র পরিচালক(আইটি) নিগার সুলতানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
বিশ্বব্যাপী আউটসোর্সিং কাজের বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবায়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের শিক্ষিত-ছেলে মেয়েরা এক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আউটসোর্সিং’র সুফল নিয়ে বক্তারা এসব বলেন অনুষ্ঠানে। আরও বলা হয়, আউটসোর্সিং’এ ঢাকা এখন বিশ্বের ৩য় শহর। তবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এখনও নারীদের অংশগ্রহণ কম। যে কারণে ঘরে বসে তথ্যপ্রযুক্তি ব্যবহারে নিজেকে স্বাবলম্বী ও পরিবারে স্বাচ্ছন্দ্য এনে দিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে ৬৪টি জেলা শহর ও ২৭৬টি উপজেলা সদরে ১ বছর মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাইকৃত প্রশিক্ষণার্থীদেরকে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আউটসোর্সারদের ল্যাপটপ ক্রয়ে ঋণ গ্রহণের সুবিধা থাকছে।
উল্লেখ্য, ‘বাড়ি বসে বড় লোক কর্মসূচি’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
আরো জানা যাবে প্রতিষ্ঠানের www.Tmss-bd.org ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪