এরইমধ্যে মাইক্রোসফট নকিয়ার মোবাইল ব্যবসা অধিগ্রহণ নেওয়ার যাবতীয় কাজ চুড়ান্ত করেছে। এখন ধীরে ধীরে প্রতিষ্ঠান অসমাপ্ত কার্যক্রমের দিকে নজর দিচ্ছে।
তাই সেলফি ভক্তদের উদ্দেশ্যেই সুপারম্যান নামের ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা যুক্ত ডিভাইসটি আসছে এমন অনুমান করা হয়েছে। যে বৈশিষ্ট্যটি সাধারণত নকিয়া পণ্যের মূল অর্থাৎ পেছনের ক্যামেরায় সংযোজন হয়ে থাকে। কিন্তু সুপারম্যানে যার পরিবর্তন ঘটছে। তবে সুপারম্যান সেলফি ভক্তদের জন্যই কিনা এ নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারণ মাইক্রোসফট এখন পর্যন্ত সম্মুখের পরিকল্পনার ব্যাপারে সুস্পষ্ট তথ্য উল্লেখ করেনি।
বর্তমানে এইচটিসি ‘ওয়ান এমএইট’ পণ্যে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা যুক্ত করেছে।
সুত্র মতে, সুপারম্যানের পর্দার আকার ৪.৭ ইঞ্চি যা মধ্যসারির পণ্যগুলোয় রাখা হয়। এ বছরের শেষে পণ্যটির আবির্ভাব হতে পারে।
এছাড়া এ বছরেই উইন্ডোজ ফোন ৮.১ এর দুটি আপডেট নতুন পণ্যসহ বিদ্যমান পণ্যগুলোতে চালু করবে নির্মাতা। প্রথম আপডেটটি পরীক্ষামূলকভাবে জুলাইয়ে ছাড়ার কথা রয়েছে। তাই একইসময়ে সুপরম্যানও মুক্তি পেতে পারে।
সুত্র আরও জানিয়েছে, উইন্ডোজ ফোন ৮.১ নির্ভর আরো পণ্য চলতি বছরেই আনবে মাইক্রোসফট। কিন্তু ব্র্যান্ডের বিষয়ে মুখ খুলেনি তারা।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ০৩, ২০১৪