ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নীলগিরির বন্ধুর পথে বন্ধু রবি

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ৬, ২০১৪
নীলগিরির বন্ধুর পথে বন্ধু রবি

‘নীলগিরিতে রবিই ভরসা’। দেশের সবচেয়ে উঁচুতে তৈরি পর্যটনকেন্দ্রে টেলিফোন নেটওয়ার্ক সম্পর্কে এ-কথাটিই খাটে।

কারণ সেখানে একমাত্র রবি মোবাইল টেলিফোনের নেটওয়ার্ক চালু রয়েছে।

বান্দরবান জেলার থানচি উপজেলার গহীন পর্বত নীলগিরি এখন পর্যটকদের একটি আকর্ষণীয় গন্তব্য।

প্রকৃতির কাছাকাছি গেলে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাহাড় বেয়ে উপরে উঠতে থাকলে এক সময় প্রযুক্তির সুবিধাটুকুও আর সাথে থাকে না। তবে নীলগিরিতে টেলিফোনের নেটওয়ার্ক নিশ্চিত করে রবি সে অবস্থার পরিবর্তন ঘটিয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ ফুট উপরে উঠে যে কোনো পর্যটকের প্রথম ভাবনাটিই হবে সমতলে রেখে যাওয়া প্রিয়জনকে, পরিবার পরিজনকে জানানো, ‘আমি পৌঁছে গেছি’।  
robi_01
কিন্তু টেলিফোনের স্ক্রিনে যখন ভেসে ওঠে- ‘ইমার্জেন্সি সার্ভিস ওনলি’ তখন চূড়ায় ওঠার আনন্দ ছাপিয়ে উদ্বেগের পারদটাই বাড়তে থাকে।    

এই উদ্বেগ এড়াতে এবং সমতলের উৎকণ্ঠা কমাতে বন্ধু হিসেবেই সাথী হয়ে যায় রবির নেটওয়ার্ক। নীলগিরিতে রবির নেটওয়ার্ক খুব ভালো কাজ করে। বাকি সার্ভিসগুলো এখনো পুরোপুরি চালু হয়নি।

পাহাড়ের আঁকাবাঁকা বন্ধুর পথে যারা নীলগিরি গিয়ে স্বস্তির সময় কাটাতে চান, মেঘের সঙ্গে বাস করতে চান, দেখতে চান আরও কাছের রাতের আকাশ, অনুভব করতে চান সূর্যের তেজ, বৃষ্টির ঝাপটা আর বাতাসের বেগ; ঝুঁকির মধ্যেই যারা খুঁজে পেতে চান ভ্রমণের সুখানন্দ, তারা রবির একটি সচল টেলিফোন সংযোগ সঙ্গে রাখতে পারেন। এতে ভ্রমণের আনন্দই বাড়বে।

বাংলাদেশ সময় ১৮৪৪ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।