নাম দিয়ে ফেসবুক ফ্রেন্ড খোঁজার দিন হয়তবা ফুরিয়ে আসছে। ইতিমধ্যে কিছু সংখ্যক ফেসবুক ব্যবহারকারী নামের পরিবর্তে ৮ ডিজিটের একটি নাম্বার ব্যবহারে বন্ধু খুঁজতে পারছে।
বন্ধু খোঁজের মাধ্যমকে সহজতর করতেই নাকি তাদের এ উদ্যোগ।
বলা হচ্ছে, মোবাইল ফোন নাম্বারের থেকে শর্টকাট ফিচারটির খুব একটা পার্থক্য নেই। মোবাইল ফোন ব্যবহারকারীরা যেমন নাম্বারেরর মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারে। ৮ ডিজিটের এই নাম্বারও খুব সহজ উপায়ে সরাসরি খোজকৃত বন্ধুর পেজে পৌঁছে দিবে।
তথ্য মতে, নাম ব্যবহারে যারা এ কাজটি করে তাদের সুবিধায় আসছে শর্টকাট। কারণ অনেকসময় দেখা যায় পুরো নাম পৃথক না হওয়ায় সঠিক বন্ধুটিকে খুঁজে পাওয়া সম্ভব হয়না।
উল্লেখ্য, আপাতত কিছু সংখ্যক ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত।
ধারণা মতে, ফেসবুকের এ কার্যক্রমের উদ্দেশ্য অনেক ব্যবহারকারী তাদের নিরাপত্তাজনিত কারণে ফোন নাম্বার ব্যবহার করেনা।
কিন্তু প্রযুক্তি অঙ্গেনর লোকজন এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেনা পদ্ধতিটি নাম ব্যবহারের তুলনায় কতটা সহজ হবে। আবার এটাও প্রত্যাশা রয়েছে সবার জন্য ফিচারটি যদি উন্মুক্ত হয় তবে মজার এক সেবা হবে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ১৩, ২০১৪