ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে গিগাবাইট ৯সিরিজ মাদারবোর্ড উন্মোচিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ২১, ২০১৪
দেশে গিগাবাইট ৯সিরিজ মাদারবোর্ড উন্মোচিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গিগাবাইট ব্রান্ডের ৯ সিরিজের মাদারবোর্ড উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস। বুধবার দুপুরে রাজধানীর একটি রেস্তোঁরায়
‘গিগাবাইট মিট দ্যা প্রেস’ শীর্ষক সংবাদ সম্মেলনে খ্যাতনামা এ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানের সবশেষ সিরিজের কয়েকটি মডেলের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে প্রযুক্তিপণ্য সরবরাহকারী স্মার্ট টেকনোলজিস লিমিটেডের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ।

অন্যদের মধ্যে ছিলেন গিগাবাইট টেকনোলজিসের দক্ষিন-এশিয় অঞ্চলের ব্যবস্থাপক এলান সু এবং গিগাবাইট বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার খাজা মো: আনাস খান।

বক্তব্যে এলান সু বলেন, “গিগাবাইট সবসময়ই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পণ্য তৈরি করে থাকে। নতুন সিরিজটিতে মূলত গেমারদের চাহিদা গুরুত্ব পেয়েছে। বিভিন্ন পেশার কম্পিউটার ব্যবহারকারীদের ক্ষেত্রেও এটি নতুন দিগন্তের সূচনা করবে। সু বলেন, ইন্টেলের ফোর্থ জেনারেশন প্রসেসর সমর্থিত এ হার্ডওয়্যার বিশেষ করে হার্ডকোর গেমার এবং গ্রাফিক্স প্রফেশনালদের কার্যক্ষেত্রে বিশেষ মাত্রা যোগ করবে। গত বছর বাংলাদেশে গিগাবাইট প্রায় তেরটি আয়োজন করেছে জানিয়ে সু প্রত্যাশা ব্যক্ত করেন, আগের সিরিজরে ন্যায় ৯ সিরিজও আইটি মার্কেটে আলোড়ন সৃষ্টি করবে।

জাফর আহমেদ গিগাবাইটকে বর্তমানের সেরা ব্র্যান্ড হিসেবে উল্লেখ করে বলেন, গিগাবাইট পণ্য সুবিধা্ও অন্যসব ব্র্যান্ডের তুলনায় আলাদা। ব্যবহারকারীরা সহজে যেকোন সমস্যার সমাধান পেয়ে থাকে। দেশের বাজারে গিগাবাইট মাদারবোর্ডের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা প্রদানে স্মার্ট টেকনোলজিস সর্বদা বিশেষ প্রাধন্য দিয়ে আসছে। জাফর আহমেদ কম্পিউটার ব্যবহারকারীদের কেবল ল্যাপটপমুখী না হয়ে ডেস্কটপের চলও ধরে রাখার আহ্বান জানান। ৯ সিরিজের মোট ৪ টি মডেল বাজারে উন্মুক্তের ঘোষণা দেন তিনি।

গিগাবাইট বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং নতুন সিরিজের ‘জেড৯৭ গেমিং ওয়াইফাই, জে৯৭এক্স-৫০ সি ফোর্স, জেড ৯৭এক্স-ইউডি৫এইচ ব্ল্যাক এডিশন এবং জেড৯৭এক্স-ইউডি৫এইচ মডেলগুলোর’ বিস্তারিত পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। তিনি বলেন, শুধুমাত্র পণ্যের অধিক কার্যক্ষমতায় নয় এগুলোর ডিজাইনেও আনা হয়েছে আকর্ষনীয় বৈচিত্র্য। ব্যবহারকারীরা এর মাধ্যমে উন্নত গ্রাফিক্স, সাউন্ড কোয়ালিটিসহ অধিক গতিতে কাজ সম্পন্ন করতে পারবে।

‌অনুষ্ঠানের শেষদিক দেশের ৫ জন শীর্ষ কম্পিউটার গেমারদের গিগাবাইটের নতুন মাদারবোর্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ১৫ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ৯ সিরিজের মাদারবোর্ডগুলো।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।