সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ দিনব্যাপী অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
লার্নিং অ্যান্ড আর্নিং এর আওতায় অনলাইনে আয় বিষয়ক বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুণ-উর রশিদ।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামের টিম লিডার আতিকুর রহমান এ প্রশিক্ষণ দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ২৬, ২০১৪