স্মার্টফোন প্রযুক্তির বিভিন্ন কাজ করতে সক্ষম কথাটি সকলেরই জানা। তবে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে নিজেই নাচ পরিচালনা করবে কথাটি বিষ্ময়কর বটে।
অসাধারণ এ গেমটির মূল্য ৩.৯৯ ডলার, অচিরেই অ্যান্ড্রয়েডেও আসছে বলে জানা গেছে। এ মুভমেন্ট সাধারণত ব্যবহারকারীকে এদিক ওদিক ঘোরানো আর ফিরোনার কাজ করে। এছাড়া বলা হয়েছে, কাজটি কিভাবে হচ্ছে সেটাও দেখার সুযোগ রয়েছে। প্রথমত কয়েকবারের চেষ্টার ফল হাস্যকর হলেও এর নির্দেশানায় পার্টনারের সঙ্গে চমৎকার সব ভঙ্গিতে নাচা সম্ভব।
গেমটি যৌথভাবে তৈরি করেছে ডাচ স্টুডিও গেম ওভেন এবং ডাচ ন্যাশনাল ব্যালেট। নাচের কিছু কুশলীতা কাজে লেগেছে এক্ষেত্রে। নির্মাতা প্রতিষ্ঠানের প্রত্যাশা, নাচতে সাহায্যে করা ছাড়াও নাচকে সবসময়ের তুলনায় আরো শৈল্পিক রুপ দিতে পারবে ‘বাউন্ডেন’।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪