ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে আসুস টাচস্ক্রিন নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৪
বাজারে আসুস টাচস্ক্রিন নোটবুক

দেশের বাজারে আসুসের ভিভোবুক এস৪৫১এলএ মডেলের টাচস্ক্রিন নোটবুক নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। ১৪ ইঞ্চির স্পর্শক-পর্দা আর হালকা পাতলা এ্যালুমিনিয়াম বডির এ নোটবুকটি একইসময়ে বহুমাত্রিক কার্য সম্পাদনে উপযোগী।

এর অন্যতম বৈশিষ্ট্যগুলো ১.৬ গিগাহার্জের চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪ জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ড ডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৪০০০ বিল্ট-ইন ভিজিএ।

আছে আসুস সনিক মাস্টার অডিও যার মাধ্যমে উচ্চমাত্রার এবং উন্নতমানের শব্দ উপভোগ করতে পারবে বিনোদনপ্রেমীরা। সংযোগে রয়েছে ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, গিগাবিট ল্যান, এইচডি ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট।

নোটবুকটির দাম ৫৮ হাজার ৫‘শ টাকা। যোগাযোগে: “০১৭১৩২৫৭৯৪২”।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।