ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নীলফামারীতে ৫ দিনব্যাপী আইটি প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ৬, ২০১৪
নীলফামারীতে ৫ দিনব্যাপী আইটি প্রশিক্ষণ

নীলফামারী: আইটি প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে নীলফামারী জেলার  ট্রেনিং প্রশিক্ষক তৈরি করতে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
 
নীলফামারী সার্কিট হাউস সম্মেলন কক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে এস এ এম রফিকুন্নবী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতে অংশ নিয়েছেন ৩০ জন প্রশিক্ষক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প স¤পর্কে ধারনা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রাম কোওর্ডিনেটর সায়িদ খান।

এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা জজ কোটের পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম ফারুক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।