হৃদয়ে রক্তক্ষরণ। নামেই ভয়াবহ।
নিরাপত্তা গবেষকরা নতুন এই বাগের মুখোশ খোলেন গত এপ্রিলে যা ওয়েবসাইটের এনক্রিপশন সফটওয়্যারগুলোতে ওঁত পেতে ইন্টারনেটকে ভয়াবহ হুমকির মুখে ফেলে দিয়েছিলো।
নতুন আবিষ্কৃত হার্টব্লিডে এবার সবচেয়ে বড় হুমকিতে পড়েছে ওপেনএসএসএল। এর মাধ্যমে হ্যাকাররা ইন্টারনেটভিত্তিক পারস্পরিক যোগাযোগগুলো জেনে যাবে।
গত বৃহস্পতিবারই এই নতুন বাগটির কথা জানতে পারেন বিশেষজ্ঞরা। তবে এবারও এই বাগ ঘায়েল করার ব্যাপারে আশাবাদী তারা।
সাইবার সিকিউরিটি সফওয়্যার প্রস্তুতকারক ৠাপিড-৭ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লি ওয়েনার বলেছেন, আমরা কাজ করছি, ঘায়েল করে ফেলবো তবে কিছুটা সময় লাগবে।
যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএসএসএল ব্যবহার করছে তাদের জন্য এবারের হার্টব্লিড বড় হুমকির। বিশেষজ্ঞরা তাদেরকে যত দ্রুত সম্ভব আপডেট ইনস্টল করার পরামর্শ দিচ্ছেন।
তবে এই বাগ পুরোপুরি কব্জায় আনতে দিন কয়েক এমনকি সপ্তাহ ঘুরে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ হুট করেই কাজটি করে ফেলা যাচ্ছে না। আপডেট ইনস্টল করার আগে তাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হচ্ছে বিষয়টি তাদের সিস্টেমের সঙ্গে খাপ খাইছে কিনা।
**প্রথম আঘাত হেনেছে হার্টব্লিড
বাংলাদেশ সময় ১১৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৪