ঢাকা: প্রতিমাসে ৩০-৫০ লাখ স্মার্টওয়াচ তৈরি করে আগামী অক্টোবর থেকেই তা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলা শনিবার এ খবর জানিয়েছে।
সূত্রের খবর, প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রতিমাসে ৩০-৫০ লাখ স্মার্টওয়াচ তৈরি করবে। এরপর বাজারে ছাড়বে অক্টোবর থেকেই।
এখন স্মার্টওয়াচটির মডেল চূড়ান্তের কাজ চলছে বলে সূত্র জানায়।
কার্ভ আকৃতির ওএলইডি (অর্গানিক লাইট ইমেটিং ডায়ড) ডিসপ্লে সংবলিত এ স্মার্টওয়াচে ব্যবহৃত সেন্সর রক্তের গ্লুকোজ থেকে স্বাস্থ্য সর্ম্পকিত বার্তা দেবে।
এছাড়া, ঘুমানোর সময় কী পরিমাণ ক্যালরি খরচ হয় তাও বলে দেবে এ সেন্সর।
এখন দেখার বিষয় হলো এসবের পাশাপাশি অ্যাপলের এ স্মার্টওয়াচে আর কী বিস্ময় থাকে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৪