ঢাকা: বৈচিত্র্যময় এক সামাজিক যোগাযোগ ক্যাম্পেইনের মাধ্যমে আগামী ১৫ জুন পালিত হতে যাচ্ছে বিশ্ব বাবা দিবস।
এ উপলক্ষে আগামী ১১ জুন বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত টুইট ও ফেসবুক স্ট্যাটাসে হ্যাশট্যাগ ব্যবহার করে পুরুষরা বিশেষ করে বাবারা তাদের মতামত তুলে ধরতে পারবেন।
সোমবার আইটিভিএস’র ডকুমেন্টেশন ম্যানেজার সোয়েব মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেয়েদের উন্নয়নে কাজ করে এমন সংগঠনের সমন্বিত প্লাটফর্ম ওমেন অ্যান্ড গার্লস লিড গ্লোবাল ক্যাম্পেইন ইউএসএআইডি, ফোর্ড ফাউন্ডেশন, আইটিভিএস, কেয়ারসহ বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজন করছে বৈচিত্র্যময় এ সামাজিক যোগাযোগ ক্যাম্পেইন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিশুবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ নারীর জীবনমানের উন্নয়নে বাবাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী বিভিন্ন আয়োজনে এ বছর পালিত হচ্ছে বাবা দিবস।
Dadvocate (Dad+Advocate) হ্যাশট্যাগ ব্যবহার করে তুলে ধরা হবে কিভাবে বাবারা তাদের মেয়েদের উন্নয়নে অবদান রাখছেন, অনুকরণীয় বাবা ও তার সফল মেয়ের গল্প এবং পুরুষদের স¤পৃক্ত করে কিভাবে ওমেন অ্যান্ড গার্লস লিড গ্লোবাল বিশ্বব্যাপী জেন্ডার সমতা আনয়নে কাজ করছে।
বিশ্বব্যাপী এ আয়োজনে সঙ্গে আছেন মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়া উদ্দিন ইউসুফজাই, নিউইয়র্ক
টাইমসের সাংবাদিক নিকলাস ক্রিস্টফসহ বিশ্বের নানা দেশের শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, মানবাধিকার কর্মী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টুইট ও ফেসবুক স্ট্যাটাসে Dadvocate ক্যাম্পেইন আপডেট জানতে @wglBangladesh এবং @_wglg ফলো করুন এবং ভিজিট করুন fb.me/wglgBangladesh| এ বিষয়ে আরও জানতে http://wglg.org/dadvocate. দেখতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৪