দীর্ঘক্ষণের যাত্রায় নানাজনে নানা কিছু ব্যবহার করে সময় কাটাতে চাই। বিশেষকরে প্রতিনিয়ত যারা বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করে থাকেন তারা গেমিং, গানের মাধ্যমে একঘেয়েমি যাত্রাকে কিছুটা আনন্দময় করতে চান, কেউকেউ আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।
সম্প্রতি এক প্রতিবেদনে ফিচারটি সম্পর্কে বলা হয়, যাত্রাপথে যদি আপনি ঘুমিয়ে যান গুগল নাউ অ্যালার্ম আপনাকে জাগিয়ে দেবে। অ্যান্ড্রয়েড ভয়েস অ্যাসিসটেন্ট ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষনীয়। নিয়মিত যারা যানবাহনে উঠেন তাদের জন্য দারুণ কাজ দেবে এটি।
তবে ব্যবহারকারীকে অবশ্যই তার ফোনে অন্তত একবার সেই স্থান বা গন্তব্য সার্চ করতে হবে। এমনকি নেভিগেশন চালু রাখতে হবে যাতে গুগল ঠিকঠাক জেনে নির্দেশনা দিতে পারে। আরো গুরুত্বপূর্ণ হলো হেডফোন সংযোগটাও থাকতে হবে। যাত্রাপথে ঘুমিয়ে পড়ার প্রবণতা রয়েছে এমন ব্যক্তিদের এটি সহায়ক হিসেবে কাজ করবে।
কিন্তু ফিচারটি কতটা উপকারে আসবে এ নিয়ে ভিন্নমত রয়েছে। কারণ যাত্রাকালে এটি নির্ভর করবে ব্যবহাকারী গুগল নাউ’এ কতটা অভ্যস্ত। এর চেয়ে ব্যবহারকারীদের কাছে গুগলের মন উপলব্ধি করার পদ্ধতিটি বেশি পছন্দের হবে কিনা এমনও ধারণা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৪