ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিসকে বিসিএসের অভিনন্দন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪
বেসিসকে বিসিএসের অভিনন্দন

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রথমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করে। গত ৪ জুন থেকে ৭ জুন অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তির এই উৎসব সফলতার সঙ্গে সম্পন্ন করায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পক্ষ থেকে প্রশংসা এবং অভিনন্দন  জানানো হয় বেসিসকে।



বিসিএস প্রেসিডেন্ট এ এইচ এম মাহফুজুল আরিফ লিখিত বার্তায় বলেছেন, ডিজিটাল ওয়ার্ল্ডের অন্যতম অংশীদার হিসেবে আমরা মনে করি, ইভেন্টটি সার্থক হয়েছে এবং অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান সর্বাধিক পরিচিতি পেয়েছে।   এছাড়া প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর উপস্থিতি থেকে শুরু করে সার্বিক আয়োজন পুরো জাতিকে অনেক কিছু উপহার দিতে পেরছে।   তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির  মাধ্যমে নতুন সব ধারনা পেয়েছে এবং নতুনত্বের বিশ্লেষণ করতে পেরেছে।

ডিজিটাল ওয়ার্ল্ডের প্রধান আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কেও তিনি সাধুবাদ জানান।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।