ঢাকা: গ্রামীণফোনের গ্রাহকদের জন্য বিনামূল্যের জীবন বীমা নির্ভয় লাইফ বেছে নিয়েছেন ১০ লাখেরও বেশি গ্রাহক।
নির্ভয় লাইফ ২০১৩ সালের জুন মাসে চালু হয় এবং প্রতি মাসে মোবাইল ফোন ব্যবহারের ভিত্তিতে গ্রামীণফোনের গ্রাহকদের বিনামূল্যে জীবন বীমা সুবিধা দেওয়া হয়।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং মাইক্রোএনসিওর বাংলাদেশ-এর সহযোগিতায় এ সেবা চালু করা হয়। এক বছর চলার পর বর্তমানে ১৪ লাখ গ্রাহক এ সেবা উপভোগ করছেন।
নির্ভয় লাইফ সহজ নিবন্ধন এবং ঝামেলাহীন দাবি নিষ্পত্তির ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মাসিক মোবাইল ফোন ব্যবহারের ওপর ভিত্তি করে গ্রাহকরা পরবর্তী মাসেই ৫০ হাজার টাকা পর্যন্ত বীমা সুবিধা পেতে পারেন।
এখন পর্যন্ত গ্রামীণফোন ২০ লাখ টাকা মূল্যের ৫২টি দাবি নিষ্পন্ন করেছে। সব দাবি সাতদিনের মধ্যেই নিষ্পন্ন করা হয়। অনেক ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যেই দাবি নিষ্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪