২০১৪-১৫ অর্থ বছরের ঘোষিত তথ্যপ্রযুক্তি খাতের বাজেট সংশোধনী প্রস্তাবনা নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
তথ্যপ্রযুক্তি শিল্পের শীর্ষ এ দুটি সংগঠনের প্রতিনিধিরা সচিবালয়ে মতবিনিময় কালে অর্থমন্ত্রীর নিকট সংশোধনী প্রস্তাবনা পেশ করেন।
অথর্মন্ত্রী প্রস্তাবসমূহের যৌক্তিকতা নিয়ে প্রতিনিধিদের মতামত শুনেন এবং চুড়ান্ত বাজেটে তা বিবেচনা করার বিষয়ে আশ্বস্ত করেন। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) কালিপদ রায় এবং বিসিএস ও বেসিস প্রতিনিধি দলে ছিলেন বিসিএস সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, মহাসচিব নজরুল ইসলাম মিলন, পরিচালক আলী আশফাক, নির্বাহী পরিচালক শাহ আলম সিদ্দিকী, বেসিস সভাপতি শামীম আহসান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবীর।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জুন ২১, ২০১৪