ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভোলায় পাবলিক সার্ভিস ডে ও জাতীয় তথ্য বাতায়ন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
ভোলায় পাবলিক সার্ভিস ডে ও জাতীয় তথ্য বাতায়ন উদ্বোধন

ভোলা: ভোলায় পাবলিক সার্ভিস ডে উদযাপন ও জাতীয় তথ্য বাতায়ন উদ্বোধন করা হয়েছে।
 
এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


 
এসময় জেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রামের সহযোগিতায় প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী শওকাত ইকবাল শাহিন।

এতে জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।


বাংলা ভাষায় তৈরি জাতীয় তথ্য বাতায়নটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প একসেস টু ইনফরমেশন (এটুআই)-এর আওতায় তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।