মাগুরা: মাগুরায় পাঁচ দিনব্যাপী ফ্রিল্যান্সার টু এন্ট্রাপ্রেনর বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মাসুদ আহম্মদ মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তারেক। এতে বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর এলিয়াস হোসেন ও এনডিসি নকিব হোসেন তরফদার।
কর্মশালায় বক্তারা বলেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ বর্তমানে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য এন্ট্রাপ্রেনর (উদ্যোক্তা) হিসেবে গড়ে তুলতে হবে। তাদের উদ্যোগে সারাদেশে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। যা যুব সমাজের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সার্বিক উন্নয়ন ও প্রসার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলাই এই কর্মশালার উদ্দেশ্য বলে জানান বক্তারা।
পাঁচ দিনব্যাপী এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন শিশির আহমেদ ও আতিকুর রহমান।
কর্মশালায় জেলায় কর্মরত ৩০ জন ফ্রিল্যান্সার অংশগ্রহণ করছেন। এ কর্মশালা শনিবার পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪