ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট এক্সেল নিয়ে এনলিভেন’র সিরিজ কর্মশালা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
মাইক্রোসফট এক্সেল নিয়ে এনলিভেন’র সিরিজ কর্মশালা প্রতীকী

ঢাকা: বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ‘সফটওয়্যার অব সফটওয়্যার’ নামের একটি সিরিজ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে বহুমুখী বেসরকারি প্রতিষ্ঠান এনলিভেন।

শিক্ষার্থীদের পেশাগত কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে আগামী ২৩ আগস্ট রাজধানীর ধানমন্ডিস্থ এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে এ কর্মশালা হবে।

এনলিভেন এর পক্ষ থেকে জানানো হয়, অর্থ বিভাগে মাইক্রোসফট এক্সেলের বিবিধ বিস্তার নিয়ে কোন প্রথম কর্মশালা ‘সফটওয়্যার অব সফটওয়্যার’। দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে ৪৫ জন অংশগ্রহণকারী ও অতিথি এই কর্মশালায় উপস্থিত থাকবেন। দেশের কর্পোরেট জগতের সুপরিচিত অর্থ বিশ্লেষকরা এটি পরিচালনা করবেন।
তারা আরও জান‍ায়, কর্মশালার কার্যকারিতা অনুধাবন করতে অংশগ্রহণকারীদের দ্বারা পরিচালিত একটি গবেষণার উপর বিশেষ নজর দেওয়া হবে। পাশাপশি গবেষণা কাজটি একটি প্রবন্ধ আকারে প্রকাশ করার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।

বেরসরকারি প্রতিষ্ঠান এনলিভেন মানবীয় সামর্থ উন্নয়নের উপর কাজ করে থাকে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ২৫ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।