ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

রংপুরে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, জুন ২৫, ২০১৪
রংপুরে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা

রংপুর: আউটসোর্সিং সম্পর্কে নতুনদের ধারণা ও দিক নির্দেশনা দিতে রংপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জাতীয় দৈনিক কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।



রংপুর কারমাইকেল কলেজের হলরুমে আয়োজিত কর্মশালাটির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বিনতে হুসাইন নাসরিন বানু।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান, বিআইডিডি’র চেয়ারম্যান সুব্রত রাহা।

কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং কারমাইকেল কলেজসহ রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালাটি পরিচালনা করেন বিআইডিডি’র প্রশিক্ষক সৈয়দ তাজুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক বিনতে হুসাইন নাসরিন বানু বলেন, রংপুরের মানুষ আগের থেকে অনেক এগিয়েছে। আগে এই এলাকাকে মঙ্গাপীড়িত বলা হলেও সেই অবস্থা আর নেই। এলাকার তরুণদের জন্য এমন আয়োজন এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুশরাত জাহান। কর্মশালার পরে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুন ২৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ