ডিজিটাল প্রযুক্তির প্রানই হচ্ছে ইলেক্ট্রনিক্স। তাই ইলেক্ট্রক্স গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে আরো বেশি জোর দিতে হবে ।
বৃহস্পতিবার পরমানু শক্তি কমিশন, ঢাকা কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি আয়োজিত “ ইলেক্ট্রনিক্স ফর ডিজিটাল সোসাইটি” শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, আমাদের দেশে গবেষণা প্রচুর হচ্ছে কিন্তু এর বানিজ্যিক প্রয়োগ হচ্ছেনা। তাই গবেষণার বাণিজ্যিক প্রয়োগ বাড়ানোর পাশাপশি এস এম ই খাতকে গুরুত্বের সাথে দেখতে হবে। সেইসাথে বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত স্তরে নিতে হলে ইলেক্ট্রনিক্স সোসাইটির সদস্যদের আত্মনিয়োগ ও বিশেষ অবদান রাখতে হবে ।
বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটির প্রাক্তন সভাপতি প্রফেসর ডঃ এ আর খান প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. শাহানা আফরোজ। বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটির সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ এম লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলেক্ট্রনিক্স সোসাইটির সাধারন সম্পাদক প্রফেসর ডঃ প্রকৌশলী এ কে এম ফজলুল হক ও জাতীয় সম্মেলনের আহ্বায়ক ও পরমানু শক্তি কমিশন, ঢাকা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ দীলিপ কুমার সাহা প্রমুখ।
এবারের জাতীয় সম্মেলনের মূল প্রতিপাদ্য “ ইলেক্ট্রনিক্স ফর ডিজিটাল সোসাইটি” সম্মেলনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক শিক্ষাবিদ, বিজ্ঞানী, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, গবেষক ও পেশাজীবি অংশগ্রহন করেন। সম্মেলনে মোট ৩টি কারিগরি অধিবেশনে আমন্ত্রিত প্রবন্ধ এবং টেলিযোগাযোগ, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, ইনস্ট্রুমেনটেশন ও কম্পিউটার কন্ট্রোল, বস্তু বিজ্ঞান ও ন্যানো টেকনোলজি বিষয়ক মোট ৩৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, জুন ২৭, ২০১