তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহীদের জন্য সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান নার্ড ক্যাসেল সময়োপযোগী গুরুত্বপূর্ণ দুটি কর্মশালার আয়োজন করেছে।
রমজান উপলক্ষে শুরু করা (ওয়েব ডেভলপমেন্ট বিষয়ক) দুইটি কর্মশালা: ওয়ার্ড প্রেস এবং সি এস এস, রেস্পন্সিভ ওয়েব ডিজাইন, জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়ারি।
আগ্রহীরা ২ হাজার টাকা রেজিট্রেশন ফি দিয়ে তিন দিন (২১ ঘন্টা) মেয়াদী কোর্স দুটি করতে পারবেন।
নার্ড ক্যসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান প্রশিক্ষক জহিরুল আলম তাইমুন এ বিষয়ে বলেন, রমজানে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এই সময়টাকে যেন শিক্ষার্থীরা কাজে লাগাতে পারে, তাই নার্ড ক্যাসেল আয়োজনটি করেছে। কর্মজীবীদের সুবিধার্তে শুক্রু-শনিবার কর্মশালার সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, নার্ড ক্যাসেল এর ওয়েব সাইট (www.nerdcastlebd.com) থেকে প্রশিক্ষন,কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং রেজিস্ট্রেশন করা যাবে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৪