ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস’র কার্যনির্বাহী পরিষদে নির্বাচিতদের পদ বণ্টন ৩০ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
বেসিস’র কার্যনির্বাহী পরিষদে নির্বাচিতদের পদ বণ্টন ৩০ জুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি (আইটিইএস) শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দুই বছর (২০১৪-২০১৬) মেয়াদের এ কমিটির জন্য ৮ জন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহযোগী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক জন।
আগামী ৩০ জুন নির্বাচিত ৯ জন পরিচালকের মধ্যে পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের ৫ম তলায় বেসিস অডিটোরিয়ামে বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন প্রার্থী। ভোট গণনা শেষে নির্বাচন বোর্ড সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৮ জনকে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
 
এস এম কামালকে চেয়ারম্যান, মোস্তফা রফিকুল ইসলাম ও বীরেন্দ্র এন অধিকারীকে সদস্য করে গঠিত নির্বাচন বোর্ড নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করেন।
নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এ তৌহিদ। বোর্ডের সদস্য ছিলেন সৈয়দ মমুনুন কাদের এবং ফোরকান বিন কাশেম।

বেসিসের এ নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে ২০১ জন এবং সহযোগী শ্রেণিতে ৯৭ জন সদস্য মিলে মোট ২৯৮ জন ভোটার ছিলেন। তাদের মধ্যে সাধারণ সদস্য শ্রেণিতে ১৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বেসিস নির্বাহী পরিষদে সাধারণ সদস্যদের মধ্যে ৮টি পদের যে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন, অ্যাডভান্সড ই আরপির ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, এখনিডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান, দীপন কনসালটেন্সি সার্ভিসেস’র শাফকাত মতিন, ই-সফ্ট’র প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হাসান, ম্যাগনিটো ডিজিটাল লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ এস এ হোসেন, মজুমদার আইটি লিমিটেড’র পরিচালক মো. সাইয়েদুল ইসলাম মজুমদার, মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা সানি মো. আশরাফ খান, সিসটেক ডিজিটাল লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা এম রাশিদুল হাসান, টিম ক্রিয়েটিভ’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ, টেকনো বিডি ওয়েভ সলিউশন্স’র ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ এবং আপডেট সলিউশন্স টেকনোলোজিস লিমিটেড’র পরিছালক সামিরা জুবেরী হিমিকা।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।