ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ন্যূনতম ১ এমবিপিএস গতির ইন্টারনেট দিন, আইএসপিদের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
ন্যূনতম ১ এমবিপিএস গতির ইন্টারনেট দিন, আইএসপিদের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৫৬ কেবিপিএস গতির ইন্টারনেটকে ইন্টারনেট বলা যায় না, এই গতি হতে হবে অন্তত ১ এমবিপিএস। শিগগিরই সারা দেশে এই গতি নিশ্চিত করতে হবে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে এক মত বিনিময়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি।

কিভাবে ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানো যায় তা নিয়েই আলোচনা চলে তাদের মধ্যে।

মূল আলোচনার আগে সংবাদমাধ্যমের কর্মীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত বক্তৃতায় সজীব ওয়াজেদ জয় বলেন, ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে সরকার নীতিগত বিভিন্ন পরিবর্তন আনতে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এ জন্য যেসব বাধা রয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে।

সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে।

তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের উদ্দেশ্যে বলেন, দেশের বাইরে বিভিন্ন দেশে গেলে যে ইন্টারনেট সার্ভিস দেখি তার তুলনায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত দুর্বল।

বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে আমার ধারনা, আমাদের কাঠামোগত দুর্বলতা রয়েছে, বলেন তিনি।

এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, এবং তা যত দ্রুত সম্ভব, বলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা।

মত বিনিময়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময় ১২৫১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।