ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপি’র সেরা পার্টনার স্মার্ট টেকনোলজিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
এইচপি’র সেরা পার্টনার স্মার্ট টেকনোলজিস

বাংলাদেশের বাজারে এইচপি পণ্য পরিবেশনের ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বর্ষসেরা ডিস্ট্রিবিউশন পার্টনারের পুরষ্কার দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি)।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এইচপি অ্যাচিভারস অ্যাওয়ার্ড পোগ্রামে স্মার্ট টেকনোলজিস লিমিডেটকে এ পুরস্কার প্রদান করা হয়।

এইচপির দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এনজি তিয়ান চং, এশিয়ান ইমার্জিং কান্ট্রির জেনারেল ম্যানেজার অং সু সান এবং কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভুঁইয়া স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং উপ-মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজনের হাতে পুরষ্কার তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তিয়ান চং বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের বাজারে এইচপির বাজার সম্প্রসারণ ছিল লক্ষনীয়। এইচপি কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভুঁইয়া বলেন, গত একবছরে দেশের রাজনৈতিক ক্রান্তিময়র মুহুর্তগুলোতে স্মার্ট টেকনোলজিস কোটি কোটি টাকার অর্থনৈতিক ঝুঁকি নিয়ে যেভাবে ডিস্ট্রিবিউশনে প্রোডাক্ট সাপোর্ট দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ’

এইচপি এবং স্মার্ট টেকনোলজিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য এইচপি পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অ্যাওয়ার্ড পোগ্রামে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।